Skip to main content
Home সংবিধান ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর। সংবিধানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর। সংবিধানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

writing by Quizedu January 30, 2020

ভারতীয় সংবিধান
প্রস্তাবনা

আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার;
চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা;
মর্যাদা ও সুযোগ-সুবিধা সমতা সৃষ্টি
এবং তাদের সকলের মধ্যে
সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য
আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।



ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর || সেট - 1

Be With Us and Let's Learn Gk

1.📚  ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
Answer: ড: বি আর আম্বেদকর। 

2.📚 গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল?
Answer:   ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর । 

3.📚 গন পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ছিল ?
Answer: দিল্লির কনস্টিটিউশন হলে। 

4.📚  গন পরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল  ?
Answer:    ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

5.📚 ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
Answer:  ১৯৪৭ সালের ২২ শে জুলাই । 

6.📚 ভারতে জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়?
Answer: ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

7.📚 ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচিত হন?
Answer: ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

8.📚 ভারতে প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করা হয়?
Answer: ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি। 

9.📚 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে গৃহীত হয়?
Answer: জুন ৩, ১৯৪৭ । 

10.📚 ভারতের সংবিধান রচনা করতে মোট কত দিন সময় লেগেছিল?
Answer: ২ বছর ১১ মাস ১৮ দিন। 

11.📚 সাইমন কমিশন কবে ভারতে এসেছিল ?
Answer: ১৯২৮ সালে। 

12.📚 সাইমন কমিশনের বিষয়ে ভারতীয়রা বলেছিল 'go back Simon” কেন?
Answer: কারণ এই কমিশনে কোন ভারতীয়  সদস্য ছিল না। 

13.📚 সাইমন কমিশনের উদ্দেশ্য কি ছিল?
Answer: ১৯১৯ সালের আইন তদন্ত। 

14.📚  গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
Answer: ড: সচিবানন্দ সিনহা। 

15.📚 গনপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
Answer: ড: রাজেন্দ্র প্রসাদ ( ১১ ডিসেম্বর ১৯৪৬) 

16.📚 প্রথম লিখিত   সংবিধান  কোন  দেশের ছিল?
Answer: ইউ, এস, এ। 

17.📚  ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
Answer: ইউ, এস, এ ( ভারতীয় সংবিধানের অংশ – ।।।, ধারা ১২ – ধারা ৩৫ ) । 

18.📚  ভারতীয় সংবিধানে নিদের্শ মূলক ণীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
Answer: আয়ারল্যান্ড (অংশ – IV, ধারা ৩৬ - ধারা ৫১) । 

19.📚  ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
Answer: ইউ, এস, এস, আর, রাশিয়া ( অংশ lV-A, অনুচ্ছেদ 51-A ) । 

20.📚 স্বাধীন ভারতের প্রথম  আইন মন্ত্রী কে ছিলেন?
Answer:   ডঃ বি আর আম্বেদকর।

21.📚 জন-গন-মন প্রথমবার কবে গাওয়া হয়েছিল ?
Answer:   1911 সালের 27 শে ডিসেম্বর ।

22.📚 জাতীয় সংগীত কত  সময়ে গাওয়া হয় ?
Answer:   52 সেকেন্ড।

23.📚 জাতীয় সংগীত সংক্ষিপ্তভাবে কত সময়ে গাওয়া হয়?
Answer:   20 সেকেন্ড।

24.📚  ডঃ বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারা কে সংবিধানের  আত্মা নামে আখ্যায়িত করেছেন?
Answer: (  ধারা 32   শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার) ।

25.📚 কোন সংবিধান সংশোধনী কে মিনি সংবিধান বলা হয়?
Answer:    42 তম সংবিধান সংশোধনী , 1976 (ইন্দ্রা গান্ধীর আমলে) ।

26.📚 সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার?
Answer: আইনগত অধিকার , 300A ধারা ।

27.📚 ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে?
Answer:   6 টি ।

28.📚 ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ এর গঠন কোন সমিতি করেছিল ?
Answer:   বলবন্ত রায় মেহেতা কমিটি ।

29.📚 গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত?
Answer:   21 বৎসর  ।

30.📚 রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত?
Answer:   35 বছর ।

31.📚 রাজ্যসভার সদস্যদের নিম্নতম বয়স কত ?
Answer:   30 বৎসর ।

32.📚 ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ছিলেন?
Answer:   ডক্টর নিলম সঞ্জীব রেড্ডি ।

33.📚 ভারতে কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায়?
Answer:   তিন প্রকার।

34.📚 সংবিধানের কোন  অনুচ্ছেদ  এর মতে রাজ্যগুলিতে জরুরি শাসনব্যবস্থা ঘোষণা করা হয়?
Answer:   অনুচ্ছেদ 356 ।

35.📚 রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয় ?
Answer:   রাজ্যপাল।

36.📚 যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ, সশস্ত্র বিদ্রোহের কারণে সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
Answer:   অনুচ্ছেদ 352 ।

37.📚 আর্থিক কারণে জরুরি অবস্থা কোন ধারায় ঘোষিত হয় ?
Answer:  360 ধারায় ।

38.📚 ভারতে মোট কয় বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ?
Answer:   তিনবার ।

39.📚 রাষ্ট্রপতি শাসন চলাকালীন সংবিধানে কোন মৌলিক অধিকার খর্ব করা যায় না?
Answer:   জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা (অনুচ্ছেদ 21)।

40.📚 কোন বিল অর্থবিল কিনা কে ঘোষণা করেন?
Answer:   লোকসভার অধ্যক্ষ।

41.📚 ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন?
Answer:   গণেশ বাসুদেব মাভলঙ্কর।

42.📚 ভাষার ভিত্তিতে কবে রাজ্য গুলি পুনর্গঠিত হয়েছিল?
Answer:   1956 সালে ।

43.📚 ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
Answer:   অন্ধ্রপ্রদেশ ।

44.📚 ভারতের সংবিধানে কয়টি  তপশীল আছে?
Answer:   বারোটি ।

45.📚 ভোট দেওয়ার অধিকার , কি ধরনের অধিকার ?
Answer:  সাংবিধানিক অধিকার ।

46.📚 ভারতীয় সংবিধানের কততম  তপশীলে ভারতের বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
Answer:   অষ্টম  তপশীলে ।

47.📚 অষ্টম তপশিলে কয়টি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
Answer:   22 টি ।

48.📚 মুখ্য নির্বাচন কমিশনার কে, কে নিয়োগ করেন?
Answer:   রাষ্ট্রপতি ।

49.📚 বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের ?
Answer:   ভারতের।

50.📚 ভারতের সংবিধানের অভিভাবক কে?
Answer: সুপ্রিম কোর্ট।

51.📚 প্রথমে ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল?
Answer: 395 টি ।

52.📚 জেলা আদালতের বিচারপতি কে, কে নিয়োগ করেন?
Answer:   রাজ্যপাল ।

53.📚 ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
Answer:   সুকুমার সেন ।

54.📚 সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?
Answer:   মীরা সাহেব ফতিমা বিবি ।

55.📚 বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে?
Answer:   24 টি ।

56.📚 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে আছে ?
Answer:   কলকাতা হাইকোর্ট।

57.📚 সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে?
Answer:   10 বছর ।

58.📚 সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লি কে  জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়েছে?
Answer:   69 তম সংশোধনী, 1991 ।

59.📚 নির্বাচন কমিশনার এর মেয়াদ কত ?
Answer:   6 বছর ।

60.📚 কোন কমিটির সুপারিশে ভারতের সংবিধানের অংশ- IV-A অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে ?
Answer:   সরণ সিং কমিটি।

61.📚 ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত?
Answer:   লোকসভা , রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি ।

62.📚 রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা হয় না?
Answer:    অর্থবিল ।

63.📚 ভারতীয় পার্লামেন্টে কয়টি কক্ষ আছে?
Answer:   দুটি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা।

64.📚 বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কতদিনের জন্য রাজ্য সরকারের মন্ত্রি  হিসাবে থাকতে পারেন ?
Answer:    6 মাস।

65.📚 ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী  ভারতীয় সংসদ  নাগরিকত্ব অধিকার  নিয়ন্ত্রণ করতে পারে ?
Answer:   অনুচ্ছেদ 11 ।

67.📚 ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধানের কোন অংশে আমরা পাই?
Answer:   সংবিধানের প্রস্তাবনা ।

68.📚 আমাদের দেশে সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে  নেওয়া হয়েছে?
Answer:   ব্রিটিশ সংবিধান ।

69.📚 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে  যে রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না?
Answer:   অনুচ্ছেদ 37।

70. 📚 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়  ধর্মনিরপেক্ষ এবং সামাজিক শব্দটি  কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে?
Answer: 42 তম  সংবিধান সংশোধনী।

71.📚 ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ কত?
Answer:   পাঁচ বছর অথবা 65 বছর বয়স হওয়া অবধি।

72.📚 কোন অধিকারে উপরাষ্ট্রপতি রাজ্য সভায় সভাপতিত্ব করেন ?
Answer:   সাংবিধানিক অধিকারে ।

73.📚 ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ সংবিধানের কোন  সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে ?
Answer:   73 তম সংবিধান সংশোধনী , 1993 ।

74.📚 রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ?
Answer: 250 ।

75.📚 জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে, কে নিয়োগ করেন?
Answer:    ভারতের রাষ্ট্রপতি ।

76.📚 জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির যোগ্যতা কি?
Answer:  সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হওয়া বাঞ্ছনীয় ।

77.📚 হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন?
Answer: লীলা সেঠ।


মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করুন Gk-3



78.📚 রাজ্যসভার কয়েকজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন?
Answer: 12  জন ।

79.📚 ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে?
Answer:   ভারতীয় পার্লামেন্টের ।

80.📚 লোকসভার সেক্রেটারি জেনারেল কে কে নিয়োগ করেন ?
Answer:   লোকসভার অধ্যক্ষ ।

81.📚 সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার?
Answer:  আইনি অধিকার ।

82.📚 তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয়?
Answer: 2005 সালে ।

83.📚 ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?
Answer:   ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

84.📚 ভারতীয় সংসদের কোন  কক্ষের চেয়ারম্যান এর সদস্য নাম ?
Answer:   রাজ্যসভার চেয়ারম্যান ।

85.📚 সংবিধানের মৌলিক অধিকার লংঘনের ক্ষেত্রে  সংবিধানের কোন অনুচ্ছেদ বলে  সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা যায়?
Answer:  অনুচ্ছেদ 32 ।

86.📚 ভারতের সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে ?
Answer:   5 ধরনের ।

87.📚  যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়েরই পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব  কে নেন?
Answer:   লোকসভার অধ্যক্ষ ।

88.📚 ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক  কর্তব্য যুক্ত হয়েছে?
Answer: 11  টি ।

89.📚 ভারতীয় সংবিধান মতে  সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকবে?
Answer:   6 মাস ।

90.📚 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার এর বিষয়ে বলা হয়েছে?
Answer:   অনুচ্ছেদ 14 ।

91.📚 সংবিধানের কোন অনুচ্ছেদে 14 বছর থেকে কম বয়সের শিশুদের সম্পূর্ণ  বিনামূল্যে শিক্ষা প্রদান এর কথা বলা হয়েছে?
Answer:   অনুচ্ছেদ 21 (A) ।

92.📚 সংবিধানের কোন তপশিলে রাজ্যসভার সদস্যদের আসন বন্টন করা হয়েছে?
Answer:   চতুর্থ তপশিলে ।

93.📚 হাইকোর্টের বিচারপতি কত বছর পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন?
Answer:  62 বছর বয়স পর্যন্ত ।

94.📚  ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ?
Answer:   সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা কখনো ভাঙ্গা হয় না ।

95.📚 পঞ্চায়েতিরাজ এর তিনটি স্তর কি কি ?
Answer:   গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ।

96.📚 মহালানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ?
Answer:   দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

97.📚 লোকসভায় পাশ হওয়া অর্থবিল  রাজ্যসভা  ফেরত পাঠাতে কতদিন দেরি করতে পারে ?
Answer: 14  দিন।

98.📚 পার্লামেন্টের একজন সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া  সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ হারাতে পারেন?
Answer:   60 দিন।

99.📚 বাক্ স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে দেওয়া হয়েছে?
Answer:   অনুচ্ছেদ 19 ।


100.📚 কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল?
Answer:   ক্যাবিনেট মিশন পরিকল্পনা।

Send to Friends

Popular Posts

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।
writing by Quizedu December 03, 2020
সাধারণ জ্ঞান। General Knowledge এখানে আপনি সাধারণ জ্ঞান এর 20 টি প্রশ্নের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই রকম আরো প্রচুর কুইজ পেতে নিম্নের SET-17 / SET-19 বোতাম টি টিপুন। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ | General Knowledge for all competitive examinations in Bengali. Set-19 Set-18 Set-17 Important Questions  For All Competitve Examinations  General Knowledge Set:18 General Knowledge Quiz Based on all subjects কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। এখানে ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান
ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Indian Rivers & Short Questions
writing by Quizedu December 15, 2020
এখানে আপনি ভারতের নদ-নদীর সম্বন্ধে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। ভারতের নদনদী ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের ওয়েব সাইটে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান , ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস , ভূগোল , ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন। এটি একটি রেখাচিত্র। সমস্ত উপনদী গুলো দেখানো হয়নি। 🖋 ভারতের নদ-নদী : 🖋 (Indian Rivers & short Questions) 1. ভারতের দীর্ঘতম নদী কোনটি?       A. ব্রহ্মপুত্র       B. গঙ্গা       C. সিন্ধু       D. নীলনদ উত্তর: B Show Answer 2. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?       A. মানস সরোবর       B. রোটাং গিরিপথ       C. যমুনোত্রী হিমবাহ       D. গঙ্গোত্রী হিমাবাহ উত্তর: D । উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ (যা 7,010 মিটার উচ্চতায় অবস্থিত) থেকে ভাগীরথী ন
পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)
পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)
writing by Quizedu January 31, 2020
BE WITH US AND LET's LEARN 1.📚 পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? উত্তর - বীরভূম জেলার ময়ূরেশ্বর। 2.📚 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর - চক্রবর্তী রাজাগোপালাচারী। 3.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? উত্তর - মেছো বিড়াল। 4.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? উত্তর - শ্বেত কন্ঠ মাছরাঙা। 5.📚 পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? উত্তর - শিউলি। 6.📚 পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? উত্তর - ছাতিম গাছ। 7.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? উত্তর - 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান। 8.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? উত্তর - 5 টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা। 9.📚 পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? উত্তর - কলকাতা। 10.📚 পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? উত্তর - কলকাতায়। ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 11.📚 আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর - দক্ষিণ 24 পরগনা। 12.📚 আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ক
ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)
ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)
writing by Quizedu July 26, 2020
12 টি  তফশিল:  প্রথম তফশীল - রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম। (অনুচ্ছেদ 1 এবং 4)  দ্বিতীয় তফশিল - ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল,লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, উপ সভাপতি, বিধানসভার অধ্যক্ষ এবংউপাধ্যক্ষ, বিধান পরিষদের সভাপতি এবং উপ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং হাইকোর্টের বিচারক এবং ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বেতন এবং তাদের অধিকার সমূহ।   (অনুচ্ছেদ 59, 65, 75,97,125,148, 158,164,168 এবং 221)।  তৃতীয় তফশিল -  কেন্দ্রীয় মন্ত্রী,  লোকসভার সদস্য, লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী, সুপ্রিম কোর্টের বিচারক, ভারতের  কম্পট্রোলার  এবং অডিটর জেনারেল,  বিধানসভার মন্ত্রী,  বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী , বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারকদের শপথ গ্রহণ ।   (অনুচ্ছেদ 75, 84, 99, 124, 146, 173, 188 এবং 219)  চতুর্থ তফশিল -রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  গুলিতে রাজ্যসভার সদস্য সংখ্যা  বিভাজন।  (অনুচ্ছেদ 4 এবং 80) পঞ্চম তফশিল - বিভিন্ন তপশিলী ও উপজাতী এলাকার  শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। ( অনুচ্ছেদ 244 ) ষষ্ঠ তফশিল - 

Categories